1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুগলির পাণ্ডুয়ায় বোমা ফেটে কিশোরের মৃত্যু

৬ মে ২০২৪

ভোটের আগে হুগলির পাণ্ডুয়ায় বোমা ফেটে এক কিশোর মারা গেল। একজনের হাত উড়ে গেল।

https://p.dw.com/p/4fX6S
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় প্রচুর বোমা বিস্ফোরণ হয়। দক্ষিণ ২৪ পরগনায় একটা বোমা বিল্ফোরণের পর স্প্লিন্টার ছড়িয়ে আছে।
পশ্চিমবঙ্গে ভোট এলেই প্রচুর বোমা পাওয়া যায়। বিস্ফোরণও হয়। ছবি: Subrata Goswami/DW

ভোটের পশ্চিমবঙ্গে এর আগে নানা জায়গা থেকে বোমা উদ্ধার করা হয়েছে। এবার  পাণ্ডুয়ার নেতাজি নগর কলোনিতে পুকুরধারে তিনজন খেলছিল। তাদের বল পুকুরে পড়ে যায়।  পুকুরের ধারে আবর্জনাভর্তি বাতলি ছিল। তার মধ্যে একজন হাত ঢোকায়।  প্রবল শব্দে বোমা বিস্ফোরণ হয়। কিশোররা ছিটকে পড়ে।

বোমা বিস্ফোরণের ফলে একজন কিশোরের মৃত্যু হয়। একজনের হাত উড়ে যায়। আরেকজনও গুরুতর আহত হয়েছে।

তিনজনকেই প্রথমে  পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একজনকে মৃত বলে জানান চিকিৎসকরা। বাকি দুইজনকে হুগলির ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হুগলিতে এদিনই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার করার কথা। দলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি প্রচার করবেন। তার আগে এই দুর্ঘটনা হলো।

হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, ''গণতন্ত্রের মৃত্যু হচ্ছে। তৃণমূল বন্দুক ও বোমায় বিশ্বাস করে। যেভাবে বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে, মানুষ আর তাদের উপর ভরসা রাখতে পারবেন ন।''

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ''কারা এই বোমা মজুত করেছে? পুলিশ কী করছে?'

জিএইচ/এসজি(টিভি৯, আনন্দবাজার)